স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

অনলাইন ডেস্ক, ৯ অক্টোবর।। সংবাদ শিরোনামের জায়গা থেকে যেন সরতে চাইছে না  উত্তরপ্রদেশের নাম। প্রায় প্রতিদিনই কোন না কোন নৃশংস ঘটনা ঘটছে যোগী রাজ্যে। আবারও নারকীয় ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের বান্দা জেলায়। স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী।

পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে সন্দেহ করতেন ওই ব্যক্তি। অনুমান, অভিযুক্ত স্বামীর সন্দেহ ছিল স্ত্রী কোনও ভাবে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আর সেই রোষেই স্ত্রীর মাথা কেটেছেন অভিযুক্ত চিন্নার যাদব। স্থানীয় সুত্রে খবর, আজ সকাল সাতটা নাগাদ স্ত্রী বিমলার সঙ্গে তুমুল ঝগড়া হয় তাঁর স্বামীর। অশান্তির পারদ চরমে ওঠে নিমেষের মধ্যেই।

প্রবল তর্কাতর্কির সময় হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মুণ্ডচ্ছেদ করেন চিন্নার। পুলিশ সূত্রে খবর, এই দম্পতি উত্তরপ্রদেশের বান্দা জেলার নেতানগর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মৃতের বয়স অনুমানিক ৩৫ বছর। স্ত্রীর মুন্ডু কাটার পর সেই কাটা মাথা নিয়েই স্থানীয় বাবেরু থানায় হাজির হন চিন্নার। এমন দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান থানায় থাকা পুলিশ কর্তারা।

এসপি মহেন্দ্র প্রতাপ সিন জানিয়েছেন, থানায় এসে চিন্নার জানান স্ত্রীর মুণ্ডচ্ছেদ করেছেন তিনি। পুলিশ সুত্রে খবর, স্ত্রীর কাটা মাথা হাতে ঝুলিয়ে ওই ব্যক্তি থানায় আসছেন এমন একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ।চিন্নার যাদব নামের অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহিলার মৃতদেহ। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সময় ও সঠিক কারণ জানা যাবে। ময়ানাতদন্তের পর দেহের ফরেনসিক টেস্ট হবে বলেও জানিয়েছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?