স্টাফ রিপোর্টার, কদমতলা, ৮ অক্টোবর।। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ৯০০ ছাত্র-ছাত্রীর মধ্যে সোলার লাইট বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন টিআইডিসি-র চেয়ারম্যান টিংকু রায়।
উপস্থিত ছিলেন কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজাধর, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও এদিন কদমতলা স্কুলের ভিতরে স্মার্ট ক্লাস রুমের ওপেনিং করা হয়। এই প্রথম কদমতলা স্কুলে স্মার্ট ক্লাস রুমের সূচনা হলো।