অনলাইন ডেস্ক, ৯ অক্টোবর।। আগামী ডিসেম্বর মাস থেকে ২৪ ঘণ্টাই মিলবে আরটিজিএস পরিষেবা। বড় শিল্প ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের সুবিধা আরও বাড়িয়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
বিশ্লেষকদের মতে, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট পরিষেবার মাধ্যমে অত্যন্ত দ্রুত বা টাকা জমা করার আবেদনের সঙ্গে সঙ্গেই তা গন্তব্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এর ফলে পণ্য ক্রয় থেকে শুরু করে নির্দিষ্ট সমগ্রীর জন্য আগাম টাকা জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে ব্যবসায়ীদের কাছে। বর্তমানে প্রায় সমস্ত ব্যাংকেই রয়েছে এই পরিষেবা। শনিবার-সহ সপ্তাহের সব দিনই পাওয়া যায় আরটিজিএস পরিষেবা।
এদিন শক্তিকান্ত দাস বলেন, “দেশীয় ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য সুষ্ঠু, সহজ ও বাধাহীন আর্থিক লেনদেনের পরিকাঠামো আরও মজবুত করতে ডিসেম্বর, থেকে ২৪ ঘণ্টা আরটিজিএস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশ এধরনের পরিষেবা প্রদান করে।
এবার ভারতও সেই তালিকায় নাম লেখাল।” মূলত বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রেই এই পরিষেবা ব্যবহার করা হয়। আরটিজিসির মাধ্যমে টাকা পাঠানোর ন্যূনতম অঙ্ক হয়েছে ২ লক্ষ। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ হল, তা হচ্ছে আরটিজিসির মাধ্যমে টাকা পাঠানোর কোনও ঊর্ধ্বসীমা নেই।