স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ অক্টোবর।। আর মাত্র আর কয়েকটি দিন। তারপরই দুর্গা পুজার আনন্দে মেতে উঠবে সকলে। তবে এই বছর দুর্গা পুজার আনন্দে কিছুটা ভাটা পরবে তা বলাই বাহুল্য। করোনা ভাইরাসের প্রকোপের জেরে এই বছর এখনো তেমন ভাবে জমে উঠেনি পুজার বাজার।
কাপড় দোকান থেকে কসমেটিক্সের দোকান কোথাও নেই ক্রেতাদের ভিড়। দোকানদাররা জানান এই বছর পুজার বাজারে মন্দা চলছে। সামনের দিন গুলিতে কি হবে বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত তেমন বিক্রয় নেই। ক্রেতা আসছে না। দোকানদারদের অভিমত করোনা ভাইরাসের প্রকোপের জেরে এমনটা হয়েছে। তার উপর দেশ জুরে অর্থনৈতিক মন্দা চলছে। তারই প্রভাব পড়েছে।