স্টাফ রিপোর্টার, খোয়াই, ৮ অক্টোবর।। কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত কৃষি আইন বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার খোয়াই শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল বাঙালি কর্ষক সমাজ ও শ্রমজীবী সমাজ খোয়াই জেলা কমিটি। এইদিন অফিসটিলাস্থিত দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। খোয়াই শহর পরিক্রমা করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল খোয়াই জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আমরা বাঙালি দলের সাংগঠনিক সচিব কেশব মজুমদার। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তাদের দাবি গুলি তুলে ধরেন।