অনলাইন ডেস্ক, ৯ অক্টোবর।। সম্প্রতি কেন্দ্রীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত তথ্য অনুসারে মহিলাদের জন্য নিরাপদতম শহর ঘোষিত হয়েছে কলকাতা। রাজ্যের বিচারেও এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। কিন্তু দেশের অন্য বেশ কয়েকটি রাজ্য, যে তালিকায় গুজরাত নারী নির্যাতনের হিসাবে অনেকটা পিছিয়ে আছে।
কেন? তারই উত্তর পাওয়া গেল এক নৃশংস ঘটনা সামনে আসতেই। উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে যখন সারা দেশ বিক্ষোভে উত্তাল তখন গুজরাত নগরীর ঘটনায় বেস চাঞ্চল্য ছরিয়েছে। একটি জাতীয় সংবাদ সংস্থার খবর অনুসারে, বিগত পাঁচ মাস ধরে লাগাতার নিজের তুতো ভাইদের হাতে ধর্ষিতা হতে হতে গর্ভবতী হয়ে পড়ে গুজরাতের নভসারি জেলার এক ১২ বছরের নাবালিকা।
সম্প্রতি জানা যায় সে চার মাসের গর্ভবতী হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, ওই নাবালিকা এক কৃষক পরিবারের সন্তান। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করে তারই এক তুতো ভাই।
এরপর ঘটনাটি তার মায়ের কাছে প্রকাশ্যে না আনার হুমকি দিয়ে ফের ধর্ষণ করে আরও দু’জন। অভিযুক্তদের বয়স ১৮ বছরের নীচে। কয়েকদিন আগে ওই বালিকার পেটে ব্যথা শুরু হয়। তার মা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা পরিক্ষার পর জানান ওই নাবালিকা চার মাসের গর্ভবতী।
বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতাল থেকে বালিকা ও তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করে পুলিশ। পরিবারের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। ফেরার অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ। অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।