স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ অক্টোবর।। অনুমতি ছাড়াই বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তার পরেও পুলিশকে কোন কাজে বাধা দেওয়া হয়নি। আইনজীবী হিসাবে বাড়তি কোন সুবিধা নেননি। কিন্তু তল্লাশি শেষে সিজার লিস্ট দিতে চায়নি পুলিশ। শেষ পর্যন্ত জোর করতেই দায়সারা সিজার লিস্ট দেওয়া হয়েছে। এই ধরনের পুলিশি হয়রানী কেন। এই প্রশ্ন তুলে সাংবাদিক সম্মেলন করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য আইনজীবী ভাস্কর দেব।
তিনি আরো জানান ঘটনায় একজন আইনজীবী হিসাবে স্তম্ভিত। ইতিমধ্যেই অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের, ত্রিপুরা বার এসোসিয়েশন , হাইকোর্ট বার এসোসিয়েশন কাছে এই বিষয়ে জানানো হয়েছে। আগামী দিনে আইনের দারস্থ হবেন বলে জানান তিনি। গোটা ঘটনার নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন।