স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ অক্টোবর।। বিজেপি কোপারেটিভ সেলের সদর গ্রামিন জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রদেশ বিজেপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি কোপারেটিভ সেলের রাজ্য কনভেনার অভিজিৎ দেব সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায় সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বিজেপি কোপারেটিভ সেলের রাজ্য কনভেনার অভিজিৎ দেব বলেন মুখ্যমন্ত্রী স্বাবলম্বি হওয়ার কথা বলেছেন। রাজ্যের কপারেটিভ সোসাইটি গুলিকে কাজে লাগিয়ে তা বাস্তবায়ন সম্ভব। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, তারও বাস্তবায়ন সম্ভব কোপারেটিভ সোসাইটি গুলিকে কাজে লাগিয়ে।