স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ অক্টোবর।। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজা। বাঙ্গালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি অন্যতম হল দুর্গা পুজা। দুর্গা পুজাকে সামনে রেখে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। হাতে বেশি সময় নেই তাই বর্তমানে দিন রাত এক করে দুর্গা প্রতিমা তৈরি করছে মৃৎ শিল্পীরা। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠেছে রাজধানী ও তার আশপাশ এলাকার মৃৎ শিল্পীদের মধ্যে বর্তমানে ব্যস্ততা চরমে।
অন্যান্য বছরের ন্যায় এইবছরও কোলকাতা থেকে মৃৎ শিল্পীরা রাজ্যে এসেছে। মৃৎ শিল্পীদের বক্তব্য করোনা ভাইরাসের প্রকোপের জেরে এই বছর পুজার সংখ্যা কমে গেছে। বাড়িঘরে অন্যান্য বছরের ন্যায় পুজা হচ্ছে না। বড় বড় ক্লাব গুলি ছোট আকারের মূর্তি দিয়ে পুজা করছে। অনেক ক্লাব আবার পুজা বন্ধ রেখেছে। ফলে মূর্তির চাহিদা একেবারেই কম। তার উপর ছোট মূর্তি তৈরি করে লাভের মুখ দেখা যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন মৃৎ শিল্পীরা।