স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ অক্টোবর।। বৃহস্পতিবার ছিল বন্যপ্রাণী সপ্তাহ এর সমাপ্তি দিন। এদিন সমাপ্তি অনুষ্ঠানটি হয় রাজধানীর হেরিটেজ পার্কে। সপ্তাহব্যাপী চলা বন্যপ্রাণী সপ্তাহ এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও বনদপ্তর এর উদ্যোগে আয়োজিত এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিএফ ডাক্তার ডি কে শর্মা, বনদপ্তর এর প্রধান সচিব বিকে সাহু সহ অন্যান্যরা। ভবিষ্যৎ প্রজন্ম ও নবীনদের কাছে বন্য প্রাণী সুরক্ষার বিষয়টি ক্ষেত্রে আরো সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
ইতিমধ্যেই একাধিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে এই ধরনের কর্মসূচি । কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কারণে ব্যাপকভাবে সেই কাজ করা যায়নি। আগামী ১৫ অক্টোবর থেকে সিপাহী জলা অভয়ারণ্য খুলে দেয়া হবে। প্রত্যেকে গিয়ে আগের মত তা উপভোগ করতে পারবেন। বনদপ্তর আগের তুলনায় অনেক বেশি অগ্রসর হয়েছে। ব্যাপকহারে বৃক্ষরোপণ করা হয়েছে বনদপ্তর এর উদ্যোগে। এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।