স্টাফ রিপোর্টার, আমবাসা, ৯ অক্টোবর।। মোটর শ্রমিক, অটো শ্রমিক, দোকান কর্মচারী সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পূজা বোনাস ও এগ্রিসিয়া প্রদান করা, গৃহ পরিচারিকাদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা বোনাস ও অ্যাডভান্স প্রদান করা সহ চার দফা দাবির ভিত্তিতে ধলাই জেলা শ্রম আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল সি আই টি ইউ আমবাসা মহকুমা কমিটি।
এদিন জেলা শ্রম আধিকারিকের অনুপস্থিতিতে শ্রম পরিদর্শকের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয় সি আই টি ইউ নেতৃত্বরা। সি আই টি ইউ-র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিধুভূষণ দেব, শ্রমিক নেতা শশাঙ্ক চক্রবর্তী, কানাই পাল, নারায়ন দেবনাথ প্রমুখ। এদিন শ্রম পরিদর্শক প্রতিটি দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং এই বিষয়গুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নেওয়ার আশ্বাস দেন।