পণের দায়ে নির্যাতনের শিকার আরও এক গৃহবধূ, কাঠগড়ায় স্বামী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৮ অক্টোবর।। সিপাহীজলা জেলার বিশালগড় মহাকুমার মধুপুর থানাধীন কামথানা এলাকায় পণের দায়ে নির্যাতিত হয়েছে এক গৃহবধূ। নির্যাতিত গৃহবধূর নাম সোহাগী খাতুন। অভিযুক্ত স্বামীর নাম জহির মিয়া। সংবাদ সূত্রে জানা গেছে ১১ মাস আগে সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়েছিল।বিয়েতে পাত্র পক্ষের দাবি অনুযায়ী নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র মিটিয়ে দেওয়া হয়েছিল। গত কয়েকদিন আগে গৃহবধূ এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পারিবারিক কলহ আরো চরম আকার ধারণ করে।সংখ্যালঘু পরিবারের ওই গৃহবধূকে বাপের বাড়ি থেকে আরও টাকাপয়সা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।

চাহিদামত টাকাপয়সা এনে দিতে না পারায় গৃহবধূ সোহাগী খাতুনের ওপর শারীরিক নির্যাতন চরম আকার ধারণ করে। এমনকি গৃহবঁধূকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।সদ্যপ্রসূত মা পরিস্থিতি বেগতিক দেখে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন।এ ব্যাপারে মধুপুর থানায় অভিযোগ তার স্বামী শাশুড়ী সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?