স্টাফ রিপোর্টার, আমবাসা, ৯ অক্টোবর।। কোভিড পরিস্থিতিতে স্থানান্তরিত হল আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গোটা দেশের সাথে ছোট রাজ্য ত্রিপুরাতেও ভয়াবহ আকার ধারন করেছে মহামারী করোনা। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করে চলেছে। আমবাসা চান্দ্রাইছড়া স্থিত আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ইতিমধ্যেই ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে রূপান্তরিত করেছে। এখন শুধুমাত্র করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসা হয় এখানে।
অক্সিজেন থেকে শুরু করে সমস্ত রকম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে এই ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে। আর সেই কারণে বর্তমানে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্থানান্তরিত করা হয়েছে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে থাকা ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে অফিসে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সেখানেই ওপিডি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে হাসপাতালের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে স্পোর্টস অফিসটিকে। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এখন এই যুববিষয়ক ক্রীড়া অফিসে তৈরি হওয়া অস্থায়ী হাসপাতালে চিকিৎসা পরিসেবা গ্রহণ করতে পারবেন।
সাধারণ মানুষকে পরিষেবা দিতে চিকিৎসাকর্মী থেকে শুরু করে চিকিৎসক সবকিছুই নিয়োগ করা হয়েছে এই অস্থায়ী হাসপাতালে। এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন হাসপাতালের দায়িত্বে থাকা এম ও আই সি ডা. কমল হালাম।