স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৮ অক্টোবর।। অবশেষে এলাকার যুবকদের প্রচেষ্টায় হাতে নাতে ধরা পড়ল এক চোর। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গকুলনগর সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা টিএসআর জওয়ান সানন্দ দেবনাথের বাড়িতে গভীর রাতে চুরি করতে যায় ধৃত চোর। তখন এলাকার কিছু যুবকের হাতে ধড়ে ফেলে এক কুখ্যাত চোর। ঘরের জানালা ভাঙ্গার চেষ্টা করলে ঘরের মালিক চিৎকার চেঁচামেচি শুরু করে।
তখন এলাকার যুবকরা ব্যারিকেড তৈরি করে কুখ্যাত চোরকে আটক করে এবং উত্তম-মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় সেই কুখ্যাত চোরের নাম কিশোর সরকার। বাড়ি ক্যাম্পের বাজার এলাকায়। বয়স আনুমানিক ৩০ বছর। আরো জানা যায় কিসোর সরকার গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন বিশ্বজিৎ সরকারের বাড়িতে ভাড়া থাকে। এলাকাবাসীর অভিযোগ এই চুরি কাণ্ডে বাড়ির মালিক বিশ্বজিৎ সরকারও জড়িত থাকতে পারে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।