স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ৯ দফা দাবির সমর্থনে বুধবার মিছিল সংগঠিত করা হয়। কোভীড ১৯ পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া মানুষের খাদ্য সুনিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। দফায় দফায় এই নিয়ে চিঠি প্রদান করা হয়েছে। কিন্তু কোন সদুত্তর পাওয়া যাচ্ছেনা। তাই বাধ্য হয়ে ফের আন্দোলনে নামতে হচ্ছে বলে জানান ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সাধারন সম্পাদক তথা বিধায়ক সুধন দাস।
এদিন মেলারমাঠ থেকে ৯ দফা দাবিতে মিছিল শুরু হয়। শহরের বেশ কিছু সড়ক পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। সেখানে হয় সভা। ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সভাপতি তথা বিধায়ক রতন ভৌমিক জানান সংগঠনের পক্ষ থেকে রাজ্যব্যাপী ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে। ৯ দফা দাবিতে এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে। এদিন পশ্চিম জেলার কর্মসূচী হয়। সারা ভারতবর্ষ একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন বলে জানান তিনি।