স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। আগামী ১৫ অক্টোবর সকাল ৬ টা থেকে ২৪ ঘণ্টার এডিসি এলাকা বনধের ডাক দিয়েছে আই পি এফ টি- ও তার শাখা সংগঠন ইয়থ আই পি এফ টি, আতিসা, আইডব্লিওএফটি ও মোটর শ্রমিক ইউনিয়ন। মূলত ৫ দফা দাবির ভিত্তিতে এই বনধের আহ্বান করা হয়েছে বলে জানান আই পি এফ টির যুগ্ম সাধারন সম্পাদক তথা মুখপাত্র মঙ্গল দেববর্মা। এই ৫ দফা দাবির মধ্যে রয়েছে অতিসত্বর তিপ্রা ল্যান্ড গঠন, কেন্দ্রীয় গৃহ মন্ত্রক থেকে যে হাইলেভেল কমিটি গঠন করা হয়েছিল তার পূর্ণাং রিপোর্ট প্রদান করা, ১২৫ তম সংবিধান সংশোধনের মাধ্যমে দ্রুত আইনে কার্যকর করা সহ অন্যান্য দাবি রয়েছে বলে জানান তিনি।
বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান তিনি। আসন্ন এডিসি নির্বাচনে আসন চূড়ান্ত নিয়ে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান আই পি এফ টি-র মুখপাত্র মঙ্গল দেববর্মা। গত ২ অক্টোবর খুমুলুঙ এ আই পি এফ টি-র শীর্ষ নেতৃত্বদের নিয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে আই পি এফ টির কেন্দ্রীয় কার্যকরী কমিটির শীর্ষ নেতৃত্ব দলের সাধারন সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লি যাবে। এই দলে থাকবে বিধায়ক প্রেম কুমার রিয়াং, ধনঞ্জয় ত্রিপুরা, বৃষকেতু দেববর্মা ও সিন্ধু চন্দ্র জমাতিয়া। দিল্লি গিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী, ও বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতির সঙ্গে দেখা করবেন। তাদের হাতে একাধিক বিষয়ে জানানো হবে।
তিপ্রা ল্যান্ড দাবি নিয়ে বৈঠক করার দাবি জানানো হবে কেন্দ্রীয় গৃহমন্ত্রককে। এই কর্মসূচীর বিষয়ে জানান আই পি এফ টি-র মুখপাত্র মঙ্গল দেববর্মা। জোট সরিক হিসাবে আসন্ন এডিসি নির্বাচনে আসন বন্টন নিয়ে বিজেপি-র সঙ্গে কথা হবে। অক্টোবর মাসের মধ্যেই এই নিয়ে আলোচনা হবে। তবে আসন নিয়ে কোণ রফা সুত্র বের না হলে ২৮ টি আসনেই প্রার্থী দেবে আই পি এফ টি বলে জানান তিনি। তিপ্রা ল্যান্ডের দাবিকে সমর্থন করে এমন কোন রাজনৈতিক দল যদি জোট করতে চায় তবে তার জন্য প্রস্তুত আছে আই পি এফ টি বলে জানান দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা।