স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরের সরকার নার্সিংহোম এর বিরুদ্ধে ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদ সূত্রে জানা গৌরী দাস নামে এক রোগীকে গোল ব্লাডার অপারেশন করানোর জন্য গত ৫ অক্টোবর সরকার নার্সিংহোমে ভর্তি করানো হয়। চিকিৎসক বিসদাস সরকার গলব্লাডার অপারেশন করেন। ভুল চিকিৎসার কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে সরকার নার্সিংহোমে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার নার্সিংহোম থেকে রোগিনীকে জিবি হাসপাতাল এ তড়িঘড়ি রেফার করে দেওয়া হয়।
তাতে রীতিমত হতভম্ব হয়ে পড়েন রোগিনীর পরিবারের লোকজনরা।তারা অভিযোগ করেছেন চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রোগীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে এবং সরকার নার্সিংহোম থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোগীর পরিবার এর লোকজনরা দাবি করেছেন ভালো পরিষেবা পাওয়ার জন্যই তারা সরকার নার্সিংহোমে রোগিনীকে ভর্তি করিয়েছিলেন। ভালো পরিষেবা পাওয়া তো দূরের কথা উপরন্ত রোগী বর্তমানে মৃত্যুর পথে প্রহর গুনছে। এ ব্যাপারে চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের লোকজন রা। এ ব্যাপারে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়।