স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। করোনা পরিস্থিতির মধ্যে একাংশ যানবাহন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে গাড়িতে কম সংখ্যক যাত্রী নেওয়ার নাম করে যাত্রীদের পকেট কাটছে। বাস্তবে দেখা যায় যাত্রীদের কাছ থেকে যেমন অতিরিক্ত ভারা নেওয়া হচ্ছে, তেমনি গাড়িতে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান এই ধরনের অভিযোগ দপ্তরের কাছে রয়েছে। তাঁর জন্য দপ্তর প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে।
জরিমানা করা হচ্ছে। কিন্তু টাকা বড় কথা নয়। তিনি এইদিন স্পষ্ট বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সরকার এক টাকাও ভাড়া বৃদ্ধি করেনি। যাদের পোষাবে না তারা চাইলে গাড়ি বাড়িতে বসিয়ে রাখতে পারে। তারপর সরকার চিন্তা করবে। যে কোন গাড়ি সিট অনুযায়ী যাত্রী নিতে পারবে। তবে এক টাকাও বেশি ভারা নেওয়া যাবে না। সমগ্র রাজ্যের সর্বত্র গাড়ি চেকিং করা সম্ভব নয়। এই ক্ষেত্রে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।