স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ অক্টোবর।। ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ। এই বন্যপ্রাণী সপ্তাহ উপলক্ষে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার বড়মুড়া পাহাড় ও ১৮ মুড়া পাহাড় এলাকায় খোয়াই জেলার বনদপ্তর এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। খোয়াই জেলার বনদপ্তর এর আধিকারিক তথা ডি এফ ও – ডক্টর নিরাজকুমার চঞ্চল জানান এই বন্যপ্রাণী সপ্তাহ উপলক্ষে খোয়াই জেলার বিভিন্ন বন্যপ্রাণী বাসস্থান করে।
ওইসব এলাকায় গুলিকে প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে। তিনি আরো জানান জেলা বন্যপ্রাণীদের হাব হয়ে উঠেছে। খোয়াই জেলার বনজঙ্গলে ধনেশ পাখি , চশমা বানর , হাতি , অজগর সাপ, শকুন সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। এগুলিকে কেউ যেন ক্ষতি না করে। কারণ বন্যপ্রাণী জীবিত থাকলে বন জীবিত থাকবে। বন জীবিত থাকলে মানব সভ্যতা বেঁচে থাকবে। বন্য প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ।