স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। পুজার আগে শ্রমিকদের বোনাস ও এগ্রিসিয়া প্রদানের বিষয়টি নিয়ে বুধবার শ্রম কমিশনারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্য শ্রম আধিকারিক এ বি ত্রিপুরা। বৈঠক শেষে সিট্যু নেতা কানু ঘোষ জানান এই বছর করোনা পরিস্থিতির জন্য মালিক পক্ষের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মূলত জামা কাপড় তৈরি করে তাদের বিষয়ে এদিন আলোচনা হয়েছে।
কিছু কিছু ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে বারানো হয়েছে। ত্রিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার কারনে বহু শ্রমিক কাজ হারিয়েছেন। নিয়মিত কাজ পাচ্ছেন না। সব দিক বিবেচনা করে দুই পক্ষ্যের স্বার্থ দেখে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত বারের তুলনায় এই বছর বোনাসের বাড়তির হার কম বলে জানান সিট্যু নেতা কানু ঘোষ। লড়াই করে আদায় করার মত পরিস্থিতি নেই। তাই এই মান্যতা বলে জানান তিনি।