স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। ত্রিপুরা সড়ক পরিবহন নিগম পরিচালিত বিমানবন্দর যাত্রীবাস পরিষেবার উদ্ধোধন হল বুধবার। এইদিন আগরতলা বিমান বন্দরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিমানবন্দর যাত্রীবাস পরিষেবার উদ্ধোধন করেন পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলিপ দাস, এমবিবি বিমান বন্দরের অধিকর্তা রাজিব কাপুর, টিআরটিসি-র চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই যাত্রী বাস গুলি এম বিবি বিমান বন্দর ও নাগেরজলার মধ্যে চলাচল করবে। এতে করে বিমান যাত্রীদের সুবিধা হবে। এইদিন বিমানবন্দর যাত্রীবাস পরিষেবার উদ্ধোধন করে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন পরিবহন দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিবহন ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক যাত্রী বাহি অটোতে তিন জনের অধিক যাত্রী পরিবহন বন্ধ করা হয়েছে। টাউন বাস পরিষেবা চালু করা হয়েছে। বিমান যাত্রীরা যেন শহরে যেতে এবং শহর থেকে বিমান বন্দরে আসার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা না হয় তাঁর জন্য এইদিন থেকে বাস পরিষেবা চালু করা হয়েছে। এখন শুধু মাত্র বিমান বন্দর থেকে নাগেরজলা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। পরবর্তী সময় বিমান বন্দর থেকে রেল ষ্টেশন, চন্দ্রপুর, আখাউরা চেক পোস্ট বাস পরিষেবা চালু করা হবে। গত বছর রাজ্যে ৬ লক্ষ্যের অধিক পর্যটক এসেছে। ১ লক্ষ্যের অধিক বিদেশি পর্যটক এসেছে। ট্যুরিজমের ক্ষেত্রে সম্ভাবনাময় রাজ্য ত্রিপুরা। টুরিস্টরা যেন রাজ্যে আসে তাঁর জন্য অত্যাধুনিক ব্যবস্থা ট্যুরিজম দপ্তর দফায় দফায় চালু করছে।
রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামি মার্চ মাসের মধ্যে এমবিবি বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নিত করা হবে। এতে করে বিমান যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আসা ব্যক্ত করেন পরিবহন মন্ত্রী। বিমান যোগাযোগের প্রসার ঘটলে যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাবে। বিমান যাত্রীরা সঠিক ভাবে পরিষেবা যেন পায় তাঁর ব্যবস্থা করছে রাজ্য সরকার। সহসাই মিটার অটো পরিষেবা চালু করা হবে। যাত্রীদের সঠিক পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।