চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ছয় জন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৮ অক্টোবর।। ভয়ঙ্কর যান সন্ত্রাসে মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন। ত্রিপুরার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ানবাজার এলাকায় চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। তাতে দুটি মারুতি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দুই মারুতি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে ট্রিপার এবং মালবাহী বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পাশ দিয়ে যাওয়ার সময় দুটি মারুতি গাড়ি ট্রিপার গাড়ির সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়।

মালবাহী বলেরো গাড়িটি জাতীয় সড়কের বাইরে উল্টে যায়। এদিকে, মারুতি গাড়ির ড্রাইভার দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুই মারুতি গাড়ির যাত্রীরাও মারাত্মকভাবে জখম হয়েছেন। আহতরা হলেন যতীন্দ্র বিশ্বাস, বয়স আনুমানিক ৩৮, বাড়ি দুর্গানগর এলাকায়। ঝুটন নমশুদ্র, শংকরী পাল (সরকার) বয়স ৪৮, বাড়ি রানিরবাজার আশ্রমটিলায়। শিল্পী দাস, বাড়ি মনু এবং দুই গাড়ি মারুতি ড্রাইভার যথাক্রমে সুদর্শন চক্রবর্তী (৩৫), বাড়ি পেঁচারথল। অপরজন সুভাষ ভৌমিক, বাড়ি আগরতলার আড়ালিয়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে চারজনকে জিবি হাসপাতালে রেফার করেছেন। আর অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন ডাক্তাররা। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থেকে এসডিপিও মানস রায় দেববর্মা দুর্ঘটনাস্থলে ছুটে যান। ওই ঘটনায় টানা এক ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতায় জাতীয় সড়কে আটকে পড়া দু-দিকের যানবাহনের চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তবে এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?