স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। জাতীয় ব্যাম্বো মিশনের অধীন ত্রিপুরা ব্যাম্বো মিশনের আর্থানুকুল্যে ব্যাম্বো এন্ড কেইন ডেভলাপমেন্ট ইন্সটিউটের উদ্যোগে গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া মুলি বাঁশ থেকে বিস্কুট তৈরির প্রশিক্ষণ শিবিরের বুধবার সমাপ্তি ঘটে। তিন দিন ব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নীতি দেব সহ অন্যান্যরা। লিচুবাগান বি সি ডি আই কনফারেন্স হলে ৩৪ জন আগ্রহী উদ্যোগী অংশ নেন। শিবিরে বাঁশের বিস্কুট তৈরির পাশাপাশি ব্যবসা-অর্থনীতি ও পরিকল্পনা তৈরি করার ওপরও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করে কিভাবে আর্থিক সহায়তা পাওয়া যায় সে সম্পর্কে সে বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
এদিনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নীতি দেব বলেন ত্রিপুরা এই সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঁশের সঙ্গে নিজেদের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছে। এর কৃতিত্ব ব্যাম্বো এন্ড কেইন ডেভলাপমেন্ট ইন্সটিউটের প্রাপ্য। আজ থেকে আগামী দিনের চিন্তা ভাবনা করছে এই প্রতিষ্ঠান। জনজাতি অংশের মানুষের ইতিহাসকে বজায় রাখতে তাকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন। উত্তর পূর্বাঞ্চল এখন আর পিছিয়ে নেই। সমগ্র বিশ্বকে নতুন নতুন চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত করাচ্ছে উত্তর পূর্বাঞ্চল। বাঁশ কোড়ল রাজ্যের ইতিহাসের অঙ্গ। তাকে আরো ব্যপ্তি ঘটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন দিনে এই অর্গানিক ফুড অত্যন্ত আবশ্যক বলে জানান তিনি। পরে শিবিরে অংশ গ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি।