স্টাফ রিপোর্টার, আমবাসা, ৭ অক্টোবর।। এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রচার তুঙ্গে। চলছে সভা ও যোগদান সভা। এডিসি নির্বাচনে একটু জায়গা ছাড়তে নারাজ বিজেপি। বুধবার ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা ও বিজেপি ৪৭ আমবাসা মণ্ডল কমিটির উদ্যোগে আমবাসা ব্লকে জার্মানজয় পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। মূলত এডিসি নির্বাচনকে সামনে রেখেই এই যোগদান সভা।
এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, বিজেপির ধলাই জেলার সভাপতি পরিমল দেববর্মা, আমবাসা মণ্ডল কমিটির সভাপতি সন্দীপ পাল, জনজাতি মোর্চার আমবাসা মন্ডল এর সভাপতি লালফির হালাম সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিনের যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৮২ পরিবারের মোট ২০৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় সাংসদ সহ বিজেপি নেতৃত্বরা। কেউ বনধ ডাকলে তাতে কোন লাভ হবে না। বনধ সাধারন মানুষের ক্ষতি করে। এমন কোন দাবি নেই যার জন্য বনধ ডাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয়না। সরকার দায়িত্বশীল। যে কোন আন্দোলনের আগেই বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। তাই দায়িত্বশীল সরকারের কাছে আন্দোলন করার দরকার হয়না বলে জানান বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।