বিজেপির রাজ্য কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠকের সুচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, প্রদেশ বিজেপির সহসভানেত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন পূর্বতন সরকারের সময় কোন পরিবারকে কোন ধরনের সরকারি সুবিধা প্রদান করা হলে সেই পরিবারকে দলদাসে পরিণত করা হত।

যদি কোন পরিবারকে বিপিএল কার্ড প্রদান করা হত তবে ঐ পরিবারকে গোলামে পরিণত করা হত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোন পরিবার একাধিক সরকারি সুবিধা পাওয়ার পরও বলছে কোন কিছু পায়নি। কারন জন জাগরণ নেই।মহিলাদের অগ্রাধিকারের কথা বলা হয়ে থাকে। তা কার্যকর করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতবর্ষের সব চাইতে গুরুত্ব পূর্ত মন্ত্রণালয় গুলিতে মহিলাদের স্থান দেওয়া হয়েছে। প্রয়াত সুষমা স্বরাজ পারদর্শী মন্ত্রী ছিলেন। বর্তমানে প্রতিরক্ষা থেকে অর্থ মন্ত্রক সামলাচ্ছেন নির্মলা সিতা রমণ।

মহিলা শিশু বিকাশ, মানব সম্পদ ও টেক্সটাইল মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন স্মৃতি ইরানী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছেন এবং সামলেছেন। মহিলা স্বশক্তিকরণে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে দলীয় কর্মীদের জানতে হবে। তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এইদিনের কার্যকারিণী বৈঠকে প্রদেশ মহিলা মোর্চার সকল সদস্যাদের পাশাপাশি মহিলা মোর্চার জেলা সভানেত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও আলোচনা করেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?