স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।। বাজারে উর্দ্ধমুখি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য। নিম্ন বিত্ত ও মধ্যবিত্তদের সংসারের চাকা সচল রাখা দায় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাজারে অস্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি ঘটেছে আলু ও পেয়াজের। রাজধানীর বিভিন্ন বাজার গুলিতেও একই অবস্থা। রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে ভালো পিয়াজ বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা। জ্যোতি আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা।
ব্যবসায়ীরা জানান বহিঃরাজ্য থেকে আলু পিঁয়াজ আনার পর দেখা যায় প্রতি বস্তাতে অনেক আলু পিঁয়াজ পচা। তাঁর উপর বহিঃরাজ্যে আলু পিয়াজের মূল্য বেশি। তাই তাদেরকেও বেশি দামে আলু পিঁয়াজ বিক্রয় করতে হচ্ছে। এইদিকে সদর মহকুমা শাসক অসিমা সাহাও একই বক্তব্য তুলে ধরেন। তিনি আরও জানান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে কম লাভ করে আলু পিঁয়াজ বিক্রয় করার জন্য। বাজার গুলিকে নিয়ন্ত্রনে রাখার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এই ধরনের অভিযান আগামি দিনের জারি থাকবে বলে জানান তিনি।