স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখ নিয়ে সম্প্রতি বিভ্রান্তি ছড়ায়। বুধবার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই বিভ্রান্তির স্পষ্টীকরণ দিলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি জানান কোন ব্যক্তির মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট প্রদান করা হয়। কিন্তু এমন কোন জায়গা নেই যেখানে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারন লেখা থাকে।
কোন ব্যক্তির মৃত্যুর পর যদি সরকারি সাহায্যের কোন বিষয় থাকে তবে মৃত্যুর কারন প্রয়োজন। সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের লোকজন ডেথ সার্টিফিকেটটিকে নিয়ে জিবি হাসপাতালের এমএসের নিকট আবেদন জানালে মৃত্যুর কারন সম্বলিত ডেথ সার্টিফিকেট প্রদান করা হবে। তবে এমন কোন নিয়ম নেই যে কোন ব্যক্তির মৃত্যু হলে মৃত ব্যক্তির পরিবারকে মৃত্যুর কারন উল্লেখ করে ডেথ সার্টিফিকেট প্রদান করতে হবে। তিনি আরও জানান মৃত ব্যক্তির পরিবার যদি মৃত ব্যক্তির মৃত্যুর কারন জানতে চেয়ে আবেদন জানায়, তবে ৭ দিনের মধ্যে মৃত্যুর কারন উল্লেখ করে ডেথ সার্টিফিকেট প্রদান করা হবে।