রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে আজ বিকেলে মহাকরণে চিন্ময়া সেবা ট্রাষ্ট্রের স্বামী মিত্রানন্দ এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকারের সময় স্বামী অনুকুলানন্দ, ট্রাস্টের ত্রিপুরা শাখার সভাপতি অমিত রক্ষিত ও সম্পাদক রূপজিত দাস উপস্থিত ছিলেন৷ আলোচনাকালে রাজ্যের শিক্ষা, সংস্ক’তি, পর্যটন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়৷ আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর৷ এজন্য গুণগত শিক্ষার প্রসারে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাজ্যের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র বিশেষ করে ঊনকোটিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার পরিকল্পনা রয়েছে সরকারের৷

ঊনকোটির উন্নতি সাধনে আগামী দিনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ চিন্ময় সেবা ট্রাস্ট মূলত শিক্ষা, খেলাধূলা, দক্ষতা উন্নয়ন, যোগা, আধাত্মিক কর্মকাণ্ড, গ্রামোন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন৷ এ সম্পর্কিত বিষয়ে ত্রিপুরায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন স্বামী মিত্রানন্দ৷ ত্রিপুরায় এই ট্রাস্টের সুকল খোলার বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়৷ রাজ্যের গুণগত শিক্ষার প্রসারে ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সচিবালয়ে রাজ্যের গর্ব অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকারের সময় রাজ্যের খেলাধূলার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়৷ মুখ্যমন্ত্রী দীপা কর্মকারের অনুশীলন সম্পর্কেও খোঁজ খবর নেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?