অবশেষে জামিন পেলেন রিয়া, মানতে হবে আদালতের শর্ত

অনলাইন ডেস্ক, ৭ অক্টোবর।। অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। তবে তাঁর ভাই শৌভিকের মেলেনি জামিন। আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু রিয়াকে আজ জামিন দেওয়া হলেও তাঁকে মানতে হবে আদালতের একাধিক শর্ত। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর সিবিআই জেরা শুরু করেছিল রিয়া চক্রবর্তীকে। সুশান্তের বাবা ও পরিবার তাঁর মৃত্যুর জন্য রিয়াকেই দায়ি করেছিলেন। মামলা করা হয়েছিল বিহার কোর্টে। এমনকি সুশান্তের টাকা হাতিয়ে নেওয়ার মত অভিযোগও করা হয়েছিল।

তবে সিবিআই জেরায় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও যোগ পায়নি। এমনকি রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা চুরির যে অভিযোগ ছিল, তাও খারিজ করে দেওয়া হয়। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা নেননি রিয়া। এরপর ঘটনার মোড় নেয় অন্যদিকে। যুক্ত হয় মাদক চক্র। সেপ্টেম্বরে রিয়াকে গ্রেফতার করা হয়েছিল মাদক যোগের কারণে। এনসিবি রিয়াকে গ্রেফতার করে। রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়।

তাঁদের বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার হয়। এর পর বহুবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। অবশেষে আজ রিয়াকে জামিন দেওয়া হলেও রাখা হয়েছে একগুচ্ছ শর্ত। প্রথমত, এক লক্ষ টাকার বন্ডে সই করতে হয়েছে তাঁকে। দুই, আগামী দশ দিন টানা হাজিরা দিতে হবে আদালতে। তিন, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তিনি।

এমনকি মুম্বইয়ের বাইরে যাওয়ারও অনুমতি নেই। চার, পাসপোর্ট জমা রাখতে হয়েছে তাঁকে। পাঁচ, সুশান্ত মৃত্যু ও ড্রাগ কেসের সঙ্গে যুক্ত কোনও সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না রিয়া। অতএব আপাতত ছাড়া পেলেও অনেকটা গৃহবন্দি অবস্থাতেই থাকতে হবে তাঁকে। যতদিন না আদালত নতুন কোনও রায় জানাচ্ছে, ততদিন এভাবেই কাটাতে হবে রিয়াকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?