স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৬ অক্টোবর।। ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসী এডিসি ভিলেজের রবিধন পাড়ার এক উপজাতি রমণী সোমবার জ্বালনীর জন্য লাকড়ী সংগ্রহ করতে সকালে বাড়ী থেকে বের হয়ে যায়। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরবর্তী সময় ঐ এলাকার গভীর জঙ্গলে লিচু বাগানের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পরবর্তী সময় মৃতার পরিবারের পক্ষ থেকে ধর্ষন ও হত্যার অভিযোগ এনে বাইখোড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পরই পুলিশ অভিযুক্ত হেরন্ত ত্রিপুরাকে গ্রেপ্তার করে। জানাযায় রাত আনুমানিক ২ টার সময় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হেরন্ত ত্রিপুরার বাড়ী মৃতার বাড়ীর পাশে। অভিযুক্ত হেরন্ত ত্রিপুরা বিগত দিনেও মৃতাকে নানানভাবে হেনস্তার চেষ্টা করতো। কিন্তু সোমবার ধর্ষন করে হত্যাকরে গভীর জঙ্গলে মৃতদেহ রেখে আসে হেরন্ত ত্রিপুরা। ঘটনার বিষয়ে সংবাদ প্রতিনিধিদের জানান মৃতার স্বামী ও বাইখোড়া থানার ওসি রাজীব সাহা। অপরদিকে উত্তর হিচাছড়া পঞ্চায়েতের চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান। ধৃত অভিযুক্তকে মঙ্গলবার বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে সোপর্দ করে পুলিশ।