স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।। কলেজে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করে সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা অবিমৃষ্যকারী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষণ বিভাগে স্নাতকোত্তর পাঠরত ছাত্র-ছাত্রীদের পরিক্ষা সংক্রান্ত সমস্ত দূরীকরণে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের তরফের দ্রুত যথাপোযুক্ত হস্তক্ষেপ করা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট যৌথ ভাবে ডেপুটেশান প্রদান করলো এস এফ আই এবং টি এস ইউ।এইদিন এস এফ আই এবং টি এস সি পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহিদের নিকট এই ডেপুটেশান প্রদান করে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চার দফা দাবি গুলি তুলে ধরেন। তিনি জানান, উচ্চ শিক্ষা অধিকর্তাকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হয়েছে। আর যদি দাবিগুলো পূরণে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।