স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।। সমগ্র দেশের পাসাপাসি রাজ্য জুরে চলছে করোনা ভাইরাসের প্রকোপ। করোনা ভাইরাসের প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে। কিন্তু রাজধানীর পোস্ট অফিসে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সামাজিক দূরত্বের জলাঞ্জলি দিয়ে পোস্ট অফিসে ভিড় জমিয়েছে সাধারন মানুষ। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে।
যে সকল ছাত্র-ছাত্রি অনলাইনে বিএড-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছে তাদের উত্তরপত্র জমা দিতে হবে পোস্ট অফিসে। তাই ছাত্র-ছাত্রীরা এইদিন পোস্ট অফিসে ভিড় জমায়। সামাজিক দূরত্ব বজায় না রেখেই ছাত্র-ছাত্রীরা পোস্ট অফিসের সামনে দীর্ঘ লাইনে ভিড় জমায়। দীর্ঘ লাইনে অপেক্ষমান ছাত্র-ছাত্রীরা জানায় এই ভাবে ভিড় করার ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। কিন্তু কোন কিছু করার নেই। উত্তর পত্র জমা দিতে হবে তাদের। তাই তারা ভিড় জমিয়েছে। তাদের বক্তব্য পোস্ট অফিসের সামনে ভিড় নিয়ন্ত্রনের জন্য যদি পুলিশ কিংবা বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হত তাহলে ভালো হত।