স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। এয়ারপোর্ট থানা এলাকার বামুটিয়া গণেশ চৌধুরীপাড়ায় সঙ্ঘবদ্ধ হামলায় মহিলাসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। তার নাম পরিমল দেববর্মা। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।এ ব্যাপারে অভিযুক্তদের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার সংবাদ নেই।
ঘটনাকে কেন্দ্র করে বামুটিয়া গনেশ চৌধুরী পাড়া এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ঘটনার বিবরণ দিয়ে আক্রান্ত পরিমল তোমার মেয়ে পদ্মিনী জানিয়েছেন প্রতিবেশী পরিবারের লোকজন রা পূর্ব বিরোধের জেরে তার বাবা পরিমল দেববর্মা ও ভাইদের ওপর হামলা চালায়। ঘটনা প্রত্যক্ষ করে পদ্মিনী দেববর্মা নিজেও এগিয়ে যান। তিনি ঝগড়া থামানোর চেষ্টা করলে তার ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। তাতে তিনি নিজেও আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।