স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ অক্টোবর।। পুকুরে কাজ করার সময় বৃষ্টি আসায় পাশেই একটি অস্থায়ী ছাউনি-তে ৭ জন আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গোমতী জেলায় উদয়পুর মহকুমায় আর কে পুর থানাধীন হিরাপুর এলাকায় একটি পুকুরে ৭ জন লোক কাজ করছিলেন। তাঁরাই ওই পুকুরের মালিক। বৃষ্টি আসায় পুকুরের পাশেই একটি অস্থায়ী ছাউনি-তে তাঁরা আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হয়। তাতে, ওমর আলী(৩৫), মালু মিয়া(৫০) এবং আমজাদ মিয়া(৪৫)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
বাকি আলী হোসেন(৫৫), কাশেম মিয়া(৩২), মান্নান মিয়া(২৮) এবং মনু মিয়া(৩০) বজ্রাঘাতে গুরুতর আহত হন।খবর পেয়ে স্থানীয় ছুটে গিয়ে সকলকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক-রা ৩ জন-কে মৃত বলে ঘোষণা দেন। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে মনু মিয়া বলেন, বজ্রপাতের সঙ্গেই সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তাই, কিভাবে হাসপাতালে এসেছি বলতে পারছি না। হাসপাতালে আসার কিছুক্ষন পর তার সংজ্ঞা ফিরেছে। এলাকাবাসীর বক্তব্য, ওই ৭ জন নিজেদের পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ তুলছিলেন আজ। বৃষ্টি আসায় অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। তাতেই ঘর বিপদ ঘটে গিয়েছে।
বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু-তে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পুলিশের বক্তব্য, স্থানীয়দের কাছ থেকে খবর আমরা হাসপাতালে ছুটে গিয়েছি। মৃতদের ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ওই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।