স্টাফ রিপোর্টার, আমবাসা, ৬ অক্টোবর।। কেন্দ্র ও রাজ্য সরকার স্বাস্থ্য পরিসেবা উন্নয়নে বিভিন্ন দিকে নজর রাখছে। ইমপেক্ট ইন্ডিয়ার লাইফ লাইন এক্সপ্রেস পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেন। ২০৯ তম প্রকল্প শুরু হচ্ছে ধলাই জেলায়। এই হাসপাতাল ট্রেনটি ধলাই জেলার আমবাসা রেল স্টেশনে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এসে পৌঁছে গেছে। এই পরিষেবা সকল মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার শুরু হয়েছে।
আমবাসা রেল স্টেশনে লাইফ লাইন এক্সপ্রেস তার চিকিৎসা পরিষেবা শুরু করবে ৮ অক্টোবর থেকে। একমাস ব্যাপী এই লাইফ লাইন এক্সপ্রেস ট্রেনটি তার চিকিৎসার পরিসেবা দেবে।চোখ, কান, দাঁত, প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স সার্জারি সহ বিভিন্ন পরিষেবা দেবে লাইফ লাইন এক্সপ্রেস। কোভিড-১৯-এর জন্য ভিড় সামাল দিতে বাড়ি বাড়ি চলছে লাইফ লাইন এক্সপ্রেসের সার্ভের কাজ। রাজ্য সরকার ও প্রশাসনের আধিকারিকরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এমনটা জানালেন ইমপেক্ট ইন্ডিয়া লাইফ লাইন এক্সপ্রেসের প্রজেক্ট ম্যানেজার ডাঃ যসভির সিং।