স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৫ অক্টোবর।। রেগার মজুরী না পেয়ে ক্ষিব্দ শ্রমিকরা বিডিও-র উপর আক্রমন চালায়। ঘটনাটি ঘটে সোমবার সকাল এগারটা নাগাদ ডুম্বুর নগর ব্লকে। এই দিন পঞ্চরতন এডিসি ভিলেজের রেগার শ্রমিকরা তাদের মজুরী আদায় করার লক্ষ্যে বিডিও-র সাথে দেখা করতে আসে। রেগার শ্রমিকদের অভিযোগ এই সময় বিডিও তাদের কথা শুনতে চাইছিল না। উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করে। এমনকি খাতা ঢিল ছুরে তাদের উপর আক্রমন চালায়। যদিও বিডিও সাহেব তাদের এই অভিযোগ মিথ্যা বলে জানান।
তিনি উল্টো অভিযোগ করে বলেন হঠাৎ রেগার শ্রমিকরা ওনার অফিস কক্ষে ডুকে কোন কিছু বোঝা উটার আগেই তার উপর আক্রমন চালায়। এতে করে তিনি অল্প বিস্তর আঘাত পান। ওনাকে বাচানোর জন্য এগিয়ে এসে অন্য আর এক অফিস কর্মীও রক্তক্ত হন। পরে অফিসের আসভাব পত্র লন্ডভন্ড করা হয়। এদিনের এই ঘটনার তীব্র নিন্দা জানান ব্লক চেয়্যারমেন তথা এলাকার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান।