স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।।আইজিএম হাসপাতালের পাচ তলা থেকে টিভি চুরি করে পালিয়ে যাওয়ার সময় আটক এক চোর। ঘটনা সোমবার রাতে। ধৃত চোরের নাম ভাস্কর আপ্পালা। তাঁর বাড়ি উত্তর প্রদেশে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায় ধৃত ভাস্কর আপ্পালা সোমবার রাতে আইজিএম হাসপাতালে প্রবেশ করে হাসপাতালে রোগী রয়েছে বলে। হাসপাতালে প্রবেশ করার পর সে পাচ তলার বারান্দায় লাগানো একটি টিভি চুরি করে পালিয়ে যায়।
টিভি চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের মহিলা স্বাস্থ্য কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করে। এবং হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষিদের অবগত করে। তখন হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষিরা চোরের পিছু পিছু ধাওয়া করে। শেষ পর্যন্ত অফিসলাইন এলাকা থেকে অভিযুক্ত চোর ভাস্কর আপ্পালাকে আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া টিভিতিও। জানা যায় হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষিরা পিছু ধাওয়া করলে ভাস্কর আপ্পালা টিভিটি রাস্তার পাশে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় ধৃত ভাস্কর আপ্পালাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে আইজিএম হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়।