স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। দুই আইনজীবী আক্রান্তের ঘটনায় পুলিশ সঠিকভাবে মামলা নিচ্ছে না। তাই, পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়েছে সারা ভারত আইনজীবী ইউনিয়ন। এ-বিষয়ে ইউনিয়নের সদস্য আইনজীবী লুৎফুর রহমান খাদিম বলেন, সম্প্রতি দুইজন আইনজীবী আক্রান্ত হয়েছেন। কিন্তু, পুলিশ লঘু ধারায় মামলা নেওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন। তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার সময় ধলেশ্বরে দুষ্কৃতীদের দ্বারা বাড়ির সম্মুখেই আক্রান্ত হয়েছেন আইনজীবী ভাস্কর দেববর্মা।
সিসিটিভি-তে সমস্ত কিছু রেকর্ড রয়েছে। তেমনি, গত ২৮ সেপ্টেম্বর মহিলা পলিটেকনিক থেকে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতী-রা আইনজীবী অরিন্দম বিশ্বাস-কে মারধর করেছে। তাকে, জলে ফেলে দিয়ে তারা পালিয়ে গেছে। ওই দুইটি ঘটনায় পুলিশে মামলা করা হলেও অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।তাঁর অভিযোগ, দুইটি ঘটনায় পুলিশ লঘু ধারায় মামলা নিয়েছে। ফলে, দুষ্কৃতী-রা খোলা আকাশের নিচে দিব্যি ঘোরাফেরা করছে। তাই, আজ পশ্চিম জেলা পুলিশ সুপারের সমস্ত বিষয় জানিয়ে প্রতিকারের দাবি জানিয়েছি।
তাঁর কথায়, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। তাই, দুষ্কৃতীদের গতিবিধি ক্রমশ বাড়ছে। তিনি বলেন, পশ্চিম জেলা পুলিশ সুপার আমাদের আশ্বস্থ করেছেন, দুইটি মামলা সঠিকভাবে নথিভুক্ত করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করবে পুলিশ।