স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। করোনার যাবতীয় সব বিধি নিষেধ মেনে সোমবার থেকে খুললো রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ কয়েকদিন পূর্বে মহাকরণে সাংবাদিক বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন ৫ অক্টোবর যথারীতি রাজ্যে খোলা হবে স্কুল। যদি ও ক্লাস হবে না। ৫০ শতাংশ শিক্ষক, শিক্ষিকারাই প্রতিদিন আসবেন স্কুলে। যদি কোনো ছাত্রছাত্রী শিক্ষকদের থেকে কিছু বুঝতে চায়, তাহলে তাকে তার অভিভাবকদের কাছ থেকে স্বাক্ষরিত চিঠি সঙ্গে করে নিয়ে আসতে হবে। তবেই তাকে সুযোগ করে দেওয়া হবে স্কুলের তরফে।
এটাই হলো এদিন। শহরের প্রতিটি বনেদি স্কুলেই এদিন দেখা গেল বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে স্কুল ড্রেস পরে স্কুলে আসতে। অনেকদিন পর খুললো স্কুল। যাতে ভীষণ ই খুশি ছাত্র ছাত্রীরা। এই বিষয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের একজন ছাত্রী বলেন, যাবতীয় সব নিয়ম মেনেই তারা স্কুলে এসেছে। মাস্ক রয়েছে। সিনিটাইজেশন ও রয়েছে স্কুলে।একই কথা বললেন আরেকজন একাদশ শ্রেণীর ছাত্র ও। সে বলে, অনলাইনে তো ক্লাস হচ্ছে ঠিক।
তবে অনেক কিছু সরাসরি বুঝতে গেলে শিক্ষকদের কাছে যেতে হয়। এনেতাজি সুভাষ বিদ্যানিকেতনের টিচার ইনচার্জ দিব্যেন্দু বিকাশ সেন বলেন, যে সব ছাত্র ছাত্রীরাই এসেছে স্কুলে তারা প্রত্যেকেই অভিভাবকদের চিঠি ও নিয়ে এসেছে। পাশাপাশি স্কুলের মধ্যে করোনার সব গাইডলাইনই তৈরি করে রাখা হয়েছে। যে সব ক্লাসে ছাত্র ছাত্রীরা বসেছে, প্রতিটা ক্লাসই সেনিটাইজ করা হয়েছে। সঙ্গে প্রত্যেকের থার্মাল স্কেনিং ও করার বেবস্থা রাখা হয়েছে।