স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। রবিবার রাতে আমতলী থানার পুলিশ শ্রীনগর এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করে। আটক চোরের নাম অমৃত রায় । জানা গেছে অমৃত রায় নামে ওই চোর শহরের বেশ কয়েকটা চুরির ঘটনার সঙ্গে জড়িত । সোমবার আমতলী থানার পুলিশ ওই চোরকে জিজ্ঞাসাবাদের করে অনেক তথ্য পায়। এদিন আমতলী থানার পুলিশকে সঙ্গে নিয়ে রামঠাকুর সংঘ এলাকায় জুয়েলারি ব্যবসায়ীর সুমন দেবনাথ এর দোকানে অভিযান চালায় । সেই দোকান থেকে পুলিশ চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণ উদ্ধার করে জানা গেছে।
আটক চোর অমৃত রায় চুরি করা সামগ্রী ব্যবসায়ী সুমন দেবনাথ এর কাছে বিক্রি করত বলে জানা গেছে। ব্যবসায়ী সুমন দেবনাথকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। যান জানা গেছে সুমন দেবনাথ শহরের বেশ কয়েকজন চুরির সঙ্গে জড়িত রয়েছে । পুলিশের কাছে অনেকে আগে থেকে এই ধরনের খবর ছিল বলে সূত্রের খবর। আটক ব্যবসায়ী সুমন দেবনাথের বিশাল সম্পত্তি রয়েছে শহরের বিভিন্ন জায়গায় বলে পুলিশ সূত্রে খবর।