স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হল রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল। আগরতলা- ধর্মনগর, ধর্মনগর- আগরতলা , আগরতলা – সাব্রুমের মধ্যে এইদিন থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। ৬ জোড়া ডেমো ট্রেন ও সপ্তাহে চার দিন চার জোড়া যাত্রী ট্রেন চলাচল করবে এখন থেকে। বর্তমানে কোভীড ১৯ পরিস্থিতিতে যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে ট্রেন যাত্রার সময়। ষ্টেশন গুলিতে রয়েছে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা। যাত্রী বিধি মেনে চলাচল করা ও সতর্ক থাকার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে।
আগরতলা রেল ষ্টেশনের ষ্টেশন মাস্টার শুভেন্দু বিশ্বাস জানান এইদিন সকালে ধর্মনগর থেকে একটি ট্রেন আগরতলায় এসেছে। সাব্রুম থেকেও একটি ট্রেন এসেছে। সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ট্রেনের অভ্যন্তরে একটি সিটে ৩ জনের পরিবর্তে দুই জন করে যাত্রিকে বসার জন্য বলা হয়েছে। ট্রেন গুলি স্টেশনে আসার সাথে সাথে সেনিটাইজ করা হবে। অপরদিকে অনেক দিন পর ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রীরাও যথেষ্ট খুশি। কারন রাজ্যের অভ্যন্তরে ট্রেন পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে।