স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টি সি এর- সভাপতি ডাঃ মানিক সাহার নেতৃত্বে বর্তমান পরিচালন কমিটি কাজ করছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন করে ক্রিকেট স্পর্টার নিয়োগের। এই নিয়ে এপেক্স কাউন্সিল , গভর্নিং বডিতে সিদ্ধান্ত হয়েছে। গত ২০১৯ সালের ২৮ নভেম্বর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় বহু প্রতিভাবান ক্রিকেটার পরে রয়েছে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১১০০ ক্রিকেট স্পর্টার নিয়োগ করা হচ্ছে। এই নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এই নিয়োগ হলে কর্মসংস্থান হবে। কোচিং এর মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। এটাই টি সি এর পরিচালন কমিটি প্রত্যাশ্যা করে। সোমবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত টি সি এ- কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টি সি এর সহ- সভাপতি জয়নাল দাস। কোন অভিসন্ধি ও ষড়যন্ত্র এবং চক্রান্তের উপর দাড়িয়ে উদ্দেশ্য মূলক ভাবে বিভ্রান্তি মূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কারা , কিভাবে, কি উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে তার লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান তিনি।