স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৬ অক্টোবর।। বাম নেতাদের দখলে, ব্যবসা করার স্থান পাচ্ছে না প্রকৃত বেকাররা। কাঞ্চনপুর বাজারে সানরাইজ মার্কেট চালু হয় ২০১৪ সালে। দেখা শোনার দায়িত্বে এডিসি সাব-জোনাল দপ্তর। ঐ মার্কেটের নিচ ও ওপর তালায় সর্বমোট ২৬ টি স্টল আছে। সরকারিভাবে প্রতি রুমের ভাড়া পাঁচশত টাকা। চালু হওয়ার পর থেকে প্রথম ও দ্বিতীয় সারির বাম নেতারা তাদের দখলে রেখে দেয়। অনেকদিন ধরে বেশ কয়েকটি রুম বন্ধ অবস্থায় আছে। বেশ কয়েকটি নেতার নামে কসমেটিক ও বিভিন্ন ধরনের দোকানের সরকারি ভাবে লাইসেন্স থাকলেও সূত্রের খবর বাম নেতারা মৌখিক ভাবে একটি রুম ১৫০০ টাকায় ভাড়া দিয়ে মুনাফা লুটছেন।
বড় বড় ব্যবসায়ীরা ঐ স্টলের রুম গুলোতে টিভি এবং স্টিলের শোকেসের সামগ্রী বিক্রি করে সব ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রকৃত বিপিএল শ্রেনীর বেকাররা কাঞ্চনপুর বাজারের বিভিন্ন প্রান্তে বসে খোলা জায়গায় ব্যবসা করতে হচ্ছে। কিছুদিন পর পর খোলা জায়গায় ব্যবসায়ীরা প্রশাসনিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। দশদা সাবজোনাল অফিসের কর্মী রতন দাস দীর্ঘদিন ধরে ওই স্টল গুলির রেভিনিউ সংগ্রহ করেন। স্বার্থের আঘাত লাগায়। এই বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি। বাম নেতারা ওই রুম গুলির রেভিনিউ সরকারের কাছে অনেকদিন ধরে সঠিক ভাবে দিচ্ছে না ।বর্তমান সরকারের প্রতিনিধিদের এই ব্যপারে নজর দেওয়ার দাবি উঠেছে।