স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। ডুকলি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বাসিন্দা পরিমল পাল। ড্রাগন ফল চাষ করে বর্তমানে তিনি সফল। বর্তমানে ওনার ড্রাগন গাছে ফলন শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে তিনি ড্রাগন ফলের চাষ করে আসছেন। সোমবার পরিমল পালের ড্রাগন ফলের বাগান পরিদর্শনে যান রাজ্যের কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি সমগ্র বাগান ঘুরে দেখার পর কথা বলেন পরিমল চাষের সাথে। ড্রাগন চাষের বিষয়ে তিনি অবগত হন। কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সাথে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকরা।
পরিমল পালের ড্রাগন ফলের বাগান পরিদর্শনের পর কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে জায়গায় যে ফল কিংবা ফসল উৎপাদন হচ্ছে সেখানে দপ্তরের লোক যাচ্ছে উৎসাহ প্রদান করছে। ড্রাগন ফল একটা ভাল ফল। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ফলের চাষ হচ্ছে বর্তমানে। রাজ্য সরকার ও কৃষি দপ্তর চাইছে ড্রাগন ফলের চাষকে সমগ্র রাজ্যে ছড়িয়ে দিতে। দেখা যাচ্ছে রাবার বাগান থেকে ড্রাগন ফলের চাষ অনেক লাভ জনক। এই ফল চাসে কৃষকদের লাভ হয়। পাসাপাসি এই ফল খাওয়াও ভাল। যারা ড্রাগন ফল চাষ করবে তাদেরকে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।