স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। মূলত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ জানান এইদিনের বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিও রয়েছে।
বর্তমান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে আরও বেশি করে কি ভাবে আধুনিকরন করা যায় সেই বিষয়ে এইদিন আলোচনা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ডিজিটেলাইজেশাণের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা কোন ধরনের তথ্য পেতে যেন অসুবিধা না হয় সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ স্কুল খোলার বিষয়ে বলতে গিয়ে জানান রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে ৫০ শতাংশ শিক্ষক শিক্ষিকা নিয়ে স্কুল খোলা হয়েছে। অভিভাবকের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারবে। তবে এখন কোন ক্লাস হবে না। শুধু মাত্র পরামর্শ নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা আসতে পারবে বিদ্যালয়ে। ক্লাস কবে থেকে শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।