৮ দফা দাবিতে টি ওয়ার্কাস ইউনিয়নের পক্ষ থেকে শ্রম কমিশনারকে ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। দুর্গাপূজার ১৫ দিন পূর্বে শ্রমিক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বোনাস প্রদান করা, চা শ্রমিকদের চুক্তি অনুযায়ী ১৭৬ টাকা বর্ধিত মজুরি ২০১৭ সালের ডিসেম্বর থেকে কার্যকর করার যে রায় হাইকোর্টের, তা অবিলম্বে কার্যকর করা, আইন অনুযায়ী শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা এককালীন প্রদান করা এবং চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করা সহ ৮ দফা দাবিতে সোমবার ত্রিপুরার টি ওয়ার্কাস ইউনিয়ন পক্ষ থেকে সোমবার শ্রমদপ্তরে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন দপ্তরের কমিশনার রাভাল এইচ. কুমারের হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরার টি ওয়ার্কাস ইউনিয়নের নেতা তপন চক্রবর্তী, কানু ঘোষ। ডেপুটেশনের পর ত্রিপুরা টি ওয়ার্কাস ইউনিয়নে নেতা তপন চক্রবর্তী জানান, সমস্যাগুলি দপ্তরের কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে পূজার ১৫ দিন পূর্বে শ্রমিক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বোনাস প্রদান করা কথা জানানো হয়েছে। বোনাস দেওয়ার ক্ষেত্রে অতীতে যেভাবে যে যত আয় করেছে তার উপর তার উপর নির্ধারণ করে যেমন বোনাস দেওয়া হতো, ঠিক তেমনি এ বছরও আয়ের উপর ভিত্তি করে যাতে বোনাস প্রদান করা হয়। পাশাপাশি চা শ্রমিকদের চুক্তি অনুযায়ী ১৭৬ টাকা বর্ধিত মজুরি ২০১৭ সালের ডিসেম্বর থেকে কার্যকর করার যে রায় হাইকোর্টের, তা এক বছর হয়ে গেলেও কার্যকর হয় নি। অবিলম্বে কার্যকর করার দাবি জানানো হয়েছে। শ্রম দপ্তরের কমিশনের প্রতিনিধিদল আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?