স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।। বিদ্যুৎ, রেল, তেল, ব্যাংক-বীমা সহ সকল রাষ্ট্রায়ত্ব সরকারি সংস্থা বেসরকারিকরণ বন্ধ করা, অসংগঠিত শ্রমিক, পরিযায়ী শ্রমিক এবং বেকারদের কর্মসংস্থান এবং স্কিম ওয়ার্কারদের কাজ সুনিশ্চিত করা, রাজ্যের বিদ্যুৎ কর্পোরেশনের কোন বিভাগ বেসরকারি মালিকদের হাতে তুলে না দেওয়া সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার সকালে কর্নেল চৌমুহনী এলাকায় বিক্ষোভ দেখানো হয় অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টারের রাজ্য সরকারের পক্ষ থেকে।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত এ আই ইউ টি ইউ সি রাজ্য কনভেনার মলীন দেববর্মা জানান, কেন্দ্রীয় বিজেপি সরকার দেশের লকডাউন পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে। দেশে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি ধারাবাহিকভাবে বেসরকারিকরণ করে চলেছে। বেকারদের কর্মসংস্থান কোন পরিকল্পনা নেই। ফলে দেশবাসী এই সরকার দ্বারা দিশেহারা বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন, রাজু বিশ্বাস, হরকিশোর ভৌমিক প্রমুখ।