অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। দলের বর্ষীয়ান নেতা ডি কে শিবকুমার এবং তার ভাই ডি কে সুরেশের বাসভবনে সিবিআইয়ের তল্লাশি হানার বিরুদ্ধে নিন্দায় সরব কংগ্রেস। এর জন্য কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।শতাব্দী প্রাচীন এই দলটির দাবি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে সিবিআই।
নির্বাচনের সময় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সিবিআইকে। সোমবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা টুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নরেন্দ্র মোদী এবং বি এস ইয়েদুরাপ্পার হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু দল হিসেবে কংগ্রেস ভীত নয়। এসবই নির্বাচনী কৌশল।
নির্বাচন আসন্ন বুঝে বিজেপি সরকার এগুলো প্রয়োগ করছে। বিজিপির নিশানায় রয়েছে ভারতের প্রত্যেকটি দলই। মোদী – ইয়েদুরাপ্পার এই কুটিল সংকল্পে ভীত নয় কংগ্রেস। বিজেপির নেতিবাচক ব্যবস্থাপনা সকলের সামনে তুলে ধরবে কংগ্রেস।জনগণকে বিভ্রান্ত করা এবং প্রতিহিংসার রাজনীতি করে গিয়েছে বিজেপি। উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে।
সেই প্রস্তুতিকে ব্যাহত করার জন্য শিবকুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, ডি কে শিবকুমারের বাসভবন সহ তার সম্পর্কিত ১৪ টি জায়গায় তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই। ডি কে শিবকুমারের ভাই তথা কংগ্রেস সাংসদ ডি কে সুরেশের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।