স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আই সি ডি এস প্রকল্প ভুক্ত এলাকা ভিত্তিক বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের উপর মঙ্গলবার সচেতনতা শিবির ও আবেদন পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। আরবান আই সি ডি এস প্রকল্প বাধারঘাট আগরতলার উদ্যোগে রাজধানীর রামঠাকুর পাঠশালায় হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সামজিক প্রকল্পের ভাতা নতুন করে ৩০ হাজার দেওয়ার।
তারই অঙ্গ হিসাবে কিভাবে এই ভাতা প্রকল্পের আওতায় মানুষ নতুন করে আবেদন পত্র পূরণ করবেন এবং তার কি গাইড লাইন রয়েছে সেই সম্পর্কে অবগত করতে ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। বি পি এল, অন্তোদ্যোয় প্রকল্পের জারা ভাতা পাবেন তার পাশাপাশি বিগত দিনে জারা বঞ্চিত হয়েছেন। যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য তাদের ভাতা প্রকল্পের আওতায় আনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন। যাদের বাৎসরিক আয় এক লক্ষ টাকার নীচে তারাই এই ভাতার জন্য আবেদন করতে পারনে। পরবর্তীতে তাদেরকেও ভাতা প্রকল্পের আওতায় আনা হবে। এই জন্যই সচেতনতা মূলক কর্মসূচীর অঙ্গ হিসাবে এই আয়োজন বলে জানান খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য ।