স্টাফ রিপোর্টার, অাগরতলা, ৫ অক্টোবর।। উত্তরপ্রদেশের হাথরাশ-র ঘটনায় ত্রিপুরায় সত্যাগ্রহ আন্দোলন করেছে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাসের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ঘন্টা খানেক ওই আন্দোলন সংগঠিত করেছেন। নীরব সত্যাগ্রহের মাধ্যমে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ-র মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ দাবি করেছেন তিনি। হাথরাশ-এ বীভৎস ঘটনা এবং তার পরবর্তী প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-কে শারীরিকভাবে নিগৃহীত করায় ক্ষোভ প্রকাশে সত্যাগ্রহ আন্দোলন পালন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিন তিনি বলেন, উত্তর প্রদেশের হাথরাশ-এ ১৯ বছরের এক নাবালিকা-কে গণ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ, যোগী প্রশাসন অপরাধীদের আড়াল করার সর্বোত চেষ্টা চালিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, উত্তর প্রদেশে গুন্ডারাজ কায়েম হয়েছে। জেলাশাসক নির্যাতিতার পরিবার-কে শাসাচ্ছেন। অথচ, প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তাঁর কটাক্ষ, অপরাধীদের মদত দেওয়ার জন্য ময়না তদন্তের পর ওই নাবালিকার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। বরং, রাতের অন্ধকারে মৃতদেহ পুড়িয়ে দিয়েছে পুলিশ।তিনি বলেন, ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেস সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী-কে উত্তর প্রদেশ পুলিশ বাধা দিয়েছে।
শুধু তাই নয়, রাহুল গান্ধী-কে শারীরিকভাবে নিগৃহীত করেছে পুলিশ। তিনিঁ সুর চড়িয়ে বলেন, উত্তর প্রদেশ সরকার বিরোধীদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তবুও থেমে যাননি রাহুল গান্ধী। তিনি জানান, ৩৫ জন সাংসদ-কে নিয়ে রাহুল গান্ধী নির্যাতিতার বাড়িতে গিয়েছেন এবং ঘটনার ভয়াবহতা শুনেছেন।ওই সমস্ত ঘটনায় ক্ষোভ জানিয়ে আজ প্রদেশ কংগ্রেস নীরব সত্যাগ্রহ পালন করছে বলে জানান পীযুষ বিশ্বাস। তিনি দাবি করেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুক যোগী আদিত্যনাথ। নইলে, এধরণের আন্দোলন জারি রাখবে প্রদেশ কংগ্রেস।